র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না

|

যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না। এটিকে ‘জটিল প্রক্রিয়া’ উল্লেখ করে আরও আলোচনার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। তবে গত তিনমাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ র‍্যাবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমে যাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।

করোনার কারণে দু’বছর পর অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অংশীদারি সংলাপ। অষ্টম এই সংলাপের শুরুতেই মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সাথে একান্ত বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মূল আলোচনা চলে তিন ঘণ্টার বেশি, যেখানে গুরুত্ব পায় র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি। এ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, র‍্যাব ও সামরিক কর্মকর্তাদের নিষেধাজ্ঞা নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। বলেছি, সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধ দমনে এই বাহিনীটির ভূমিকা রয়েছে। এ নিয়ে আরও আলোচনা করতে হবে।

মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সরকারের জিরো টলারেন্সের কথা তুলে ধরে পররাষ্ট্র সচিব জানান, এ নিয়ে আনুষ্ঠানিক নথি তুলে দিয়েছে ঢাকা। মাসুদ বিন মোমেন বলেন, র‍্যাব নিয়ে আমাদের অবস্থানপত্রটি দিয়েছি। বিভিন্ন পদক্ষেপের কথা সেখানে আছে। এটি তারা নিয়ে যাবে। আলোচনা আমরা চালিয়ে যাব। আশা করি, সঠিক সময়ে এর সমাধান হবে।

ব্রিফিংয়ে মার্কিন আন্ডার সেক্রেটারি জানান, গত তিনমাসে র‍্যাবের অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাওয়ার ঘটনা ইতিবাচক। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, র‍্যাবের মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচার বহির্ভূত হত্যা নিয়ে আমরা উদ্বিগ্ন। গত তিনমাসে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার একটা জটিল প্রক্রিয়া। এ নিয়ে একসাথে নিশ্চয়ই কাজ করব। কারণ, নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনকে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে অগ্রাধিকার দিয়েছি।

বাংলাদেশের সাথে সামরিক চুক্তি জিসোমিয়া করতেও যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি বলেন, নিরাপত্তা নিয়ে দু’দেশের আরও ঘনিষ্ঠ হওয়ার পথ এই জিসোমিয়া। এর খসড়া দিয়েছি। আমার বিশ্বাস, এটি কাজ করবে এবং একসাথে নিরাপত্তা ইস্যুতে আমরা কাজ করবো।

যুক্তরাষ্ট্রের উদ্যোগ ইন্দো-প্যাসিফিক করিডোরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও কথা বলেন মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি বলেন, এতে অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তি সব উপাদানই আছে। এই উদ্যোগে বাংলাদেশকে দেখতে চাই আমরা।

এপ্রিলের প্রথম সপ্তাহেই দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তির অনুষ্ঠান হবে ওয়াশিংটনে। এছাড়া বছর জুড়েই বিভিন্ন পর্যায়ে আলোচনার কথা জানান আন্ডার সেক্রেটারি। তিনদিনের সফর শেষে সোমবার (২১ মার্চ) দুপুরে ঢাকা ছাড়বেন এই মার্কিন নীতিনির্ধারক।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply