ফাইল ছবি।
বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে; তওবা করে বিএনপিকে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২১ মার্চ) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, দেশ ও রাষ্ট্রবিরোধী রাজনীতি, নেতিবাচক কর্মকাণ্ডের জন্য বিএনপি ইতোমধ্যে গণবিরোধী হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে। বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক তারা প্রকৃতপক্ষে গণতন্ত্র বিরোধী।
এ সময় বিএনপিকে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের। বিএনপির নিজের ঘরে গণতন্ত্র ফিরিয়ে আনা আবশ্যক বলেও মন্তব্য করেন তিনি।
ইউএইচ/
Leave a reply