শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ সেল গঠনের দাবি ঢাবি শিক্ষকদের

|

রাষ্ট্রীয় বাহিনী বা বেসরকারি কোন গোষ্ঠী যেন শিক্ষার্থীদের ওপর হামলা করতে না পারে সেজন্য বিশেষ সেল গঠনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে অপরাজেয় বাংলার সামনে এক মানববন্ধনে এই দাবি জানান তারা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ উপাচার্যের বাসভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় সুনির্দিষ্টভাবে মামলার দাবি জানান। শিক্ষক শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুন্ন রেখে ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা দিতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply