ছবি: সংগৃহীত।
পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটে রাজনৈতিক সংঘাতের জেরে এ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (২১ মার্চ) রামপুরহাটের বগটুই গ্রামে সন্ত্রাসীদের বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। এর পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। এর জেরে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে মঙ্গলবার সেই বাড়িগুলো থেকে একে একে উদ্ধার করা হয় ৭ জনের মরদেহ। সোমবার উদ্ধার করা হয়েছিল আরও তিনজনের ঝলসানো মরদেহ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।
এরইমধ্যে ঘটনাস্থলে তদন্তের জন্য ফরেনসিক টিম পাঠিয়েছে রাজ্য পুলিশ। পরিস্থিতি পর্যবেক্ষণে গেছেন বীরভূমের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে দলটির নেতাকর্মীরা। তবে এর সাথে রাজনৈতিক সংঘাত বা সন্ত্রাসী হামলার কোনো সূত্র আছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
বোমা হামলায় নিহত ভাদু শেখ রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তার বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। সেখানকার একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। সে সময়ই তাকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।
জেডআই/
Leave a reply