আনাতোলি চুবাইস ও ভ্লাদিমির পুতিন
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে পদত্যাগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আনাতোলি চুবাইস। খবর বিবিসির।
বুধবার (২৩ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চুবাইস আন্তর্জাতিকভাবে রাশিয়ার টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সমন্বয়ের দায়িত্বে ছিলেন। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার অর্থনৈতিক সংস্কারে বিশেষ ভূমিকার জন্য আলোচনায় ছিলেন চুবাইস।
এ প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, চুবাইস স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে তিনি রাশিয়া ছাড়বেন কি না, সেটি তার ব্যক্তিগত বিষয়। পদত্যাগের বিষয়ে নিজেও বিস্তারিত কিছু বলেননি চুবাইস।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে পেসকভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ছাড়া পুতিনের ঘনিষ্ঠ অল্প কয়েকজনকেই জনসমক্ষে দেখা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখায়লো পোদোলিয়াক বুধবার (২৩ মার্চ) বলেন, এটা কৌতূহল উদ্রেককারী যে, নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ দুই কর্মকর্তা প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও চিফ অব স্টাফ ভালেরি গেরাসিমভকে কোথাও দেখা যাচ্ছে না, এমনকি দেখা যাচ্ছে না রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধানদেরও।
/এসএইচ
Leave a reply