রাশিয়ার সবথেকে বড় যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দেয়ার দাবি ইউক্রেনের

|

ছবি: সংগৃহীত

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে একের পর এক হামলায় দুই দেশেরই ব্যাপক ক্ষতি হচ্ছে। দুই দেশই পাল্টা পাল্টি আক্রমণ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে দক্ষিণ ইউক্রেনের বারদিয়ানস্ক বন্দরে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাশিয়ার একটি বৃহৎ যুদ্ধজাহাজ গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বাহিনী সম্প্রতি বারদিয়ানস্ক বন্দর দখল নেয় এবং ফেরিঘাটে তাদের যুদ্ধজাহাজ রাখে। বৃহস্পতিবার ভোরে কয়েক দফায় বিস্ফোরণে ওই বন্দর কেঁপে ওঠে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, তারা ‘অর্স্ক’ নামে রাশিয়ার বৃহৎ এক যুদ্ধজাহাজ ধ্বংস করে দিয়েছে।

বারদিয়ানস্ক মারিউপোলের অবরুদ্ধ বন্দরের পশ্চিমে অবস্থিত। ইউক্রেনে আগ্রাসন শুরুর চার দিন পর এই বন্দর দখল নেয় রাশিয়ার বাহিনী।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীকে আগ্রাসনের অনুমতি দেন পুতিন। কিয়েভের বর্তমান নেতাদের নব্য নাৎসি আখ্যা দিয়ে তাদের হঠাতে এই অভিযান শুরু করেন পুতিন। এবং অভিযানের নাম দেন ‘বিশেষ সামরিক অভিযান’।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply