ছবি: সংগৃহীত
যুদ্ধ চলাকালে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বন্দি বিনিময় করলো রাশিয়া ও ইউক্রেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপক্ষের ৫০ সেনা ও নৌ-কর্মকর্তাদের মুক্তি দেয়া হয় বলে জানা গেছে।
জেলেনস্কি প্রশাসন জানিয়েছে, আটক ১০ রুশ সেনার বিনিময়ে ছাড়িয়ে আনা হয়েছে ইউক্রেনীয় ১০ সেনা সদস্যকে। এদিকে পৃথক উদ্যোগ নেয় দেশটির নৌবাহিনীও। হামলায় ওডেসা বন্দরে ডুবে যাওয়া রুশ জাহাজ থেকে আটক করা হয়েছিলো ১১ নাবিককে। তাদের বিনিময়ে মুক্ত করা হয় ১৯ ইউক্রেনীয় সমুদ্রে ভ্রমণকারীকে।
যুদ্ধের শুরুর দিকে স্নেক আইল্যান্ডের কাছ থেকে জাহাজটি জব্দ করে রুশ সেনাবহর। যা, পরে তুরস্কের একটি বন্দর ঘুরে ইউক্রেন ফেরে।
গেলো সপ্তাহে, মেলিটোপোলের সাবেক মেয়রের বিনিময়ে ৯ সেনাকে মুক্ত করেছিল রাশিয়া। যদিও বিষয়টি স্বীকার করেনি পুতিন প্রশাসন।
/এসএইচ
Leave a reply