ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন সংস্কৃতি আদান-প্রদান চলছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

|

আখাউড়া প্রতিনিধি:

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি) বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন সংস্কৃতি আদান-প্রদান চলছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার পথে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের তিনি একথা বলেন।

কে এম খালিদ বলেন, ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু প্রতীম রাষ্ট্র। আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী। কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষ ভারতে বাস করে। ২৬ কোটি বাংলা ভাষাভাষীর মধ্যে ভারতে আছে ১০ কোটি। আমাদের দেশে আছে ১৬ কোটি। কাজেই ভারতের সাথে বাংলাদেশের এক এবং অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে।

এসময় মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আগরতলায় ৪০তম বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বই মেলায় আমরা সব সময়ই অংশগ্রহণ করে থাকি। ভারত সরকারের আমন্ত্রণে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে তিনি ত্রিপুরায় যাচ্ছি।

দ্বিপাক্ষিক বিষয় এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বলেও কথা রয়েছে। 

দুপুর সাড়ে ১২টার দিকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের নো- ম্যান্সল্যান্ড পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের আগরতলা সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহম্মদ।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, সহকারী হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি (স্থানীয়) মো. এসএম আসাদুজ্জামান, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, আখাউড়া থানার ওসি মিজানুর রহমান, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ, আগরতলা বন্দর সুপারিন্টেন্ডেন্ট দেবাশীষ নন্দি প্রমুখ উপস্থিত ছিলেন।

/এনএএস 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply