সংঘাতপূর্ণ টাইগ্রেতে ইথিওপিয়া সরকারের যুদ্ধবিরতি

|

ছবি: সংগৃহীত

সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইথিওপিয়া সরকার। বৃহস্পতিবার (২৪ মার্চ) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।

ইথিওপিয়ার উত্তরাঞ্চলের প্রদেশ টাইগ্রেতে জরুরিভিত্তিতে ত্রাণ সহায়তা পাঠানোর আশ্বাস দেন আবি। এর মাধ্যমে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার পথ উন্মোচিত হওয়ার আশাবাদ জানিয়েছে দেশটির প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে বিরোধপূর্ণ এলাকাটিতে রক্তপাত বন্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএফ।

ছবি: সংগৃহীত

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সরকার ও বিদ্রোহীদের ১৬ মাসব্যাপী সংঘাতে টাইগ্রে অঞ্চলে তীব্র মানবিক সংকটে রয়েছে অন্তত ৫০ লাখ বাসিন্দা। এদের মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে ৫ লাখ।

আরও পড়ুন: পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি ইমরান খান

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply