ফরিদপুরে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

|

কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টা হতে কানাইপুর বাসস্ট্যান্ডের পাশে কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুর বাসস্ট্যান্ডের দক্ষিণে অবস্থিত এ কবরস্থানটি। সম্প্রতি
মহাসড়ক সম্প্রসারণ করতে ওই কবরস্থানের উত্তর দিকের কিছু অংশে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়। এরপরই
কবরস্থান রক্ষার দাবিতে সোচ্চার হয়ে উঠেন এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কানাইপুর কেন্দ্রীয় কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আহমদ আলী মোল্লা, মো. শহিদুল ইসলাম মোল্লা, রইসউদ্দিন মোল্লা, নূর ইসলাম মোল্লা, খায়রুজ্জামান খাজা প্রমুখ।

বক্তারা বলেন, ৭৩ বছর আগে আমাদের পূর্ব পুরুষেরা ব্যক্তিগত জমি দান করে কবরস্থানটি স্থাপন করেন। এখানে
আমাদের বাপ-দাদা, ভাই-বোন, ছেলে-মেয়ে তথা পরিবার-পরিজন ঘুমিয়ে আছেন। তাদের কবরের উপর দিয়ে আমরা কোনোভাবেই সড়ক নির্মাণ করতে দেবো না।

তারা আরও বলেন, মহাসড়কের বিপরীত পাশে সড়ক সম্প্রসারণের পর্যাপ্ত জমি থাকলেও সেগুলো দখল করে দোকানপাট গড়ে তোলা হয়েছে। সেসব উচ্ছেদ করে সড়ক সম্প্রসারণ না করে তারা কবরস্থানের ওপর দিয়ে সড়ক নির্মাণের পাঁয়তারা করছে। এটি কোনোভাবেই হতে দেয়া হবেনা। তারা এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply