ছবি: সংগৃহীত।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ও পোল্যান্ড সীমন্তবর্তী লিভিভের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঐ অঞ্চলের সিটি কাউন্সিলের একজন কর্মকর্তার বরাতে শনিবার (২৬ মার্চ) এ তথ্য জানায় আল জাজিরা।
ইগর জিনকেভিচ নামের ঐ কর্মকর্তা ফেসবুকে কালো ধোঁঁয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, লিভিভের কাছে তিনটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যেকের শান্ত থাকা উচিত এবং বাড়ির ভিতরে থাকা উচিত।
এদিকে বিস্ফোরণের আধা ঘণ্টা পর আল জাজিরার রিপোর্টার জেইন বসরাভি জানিয়েছেন, বাতাসে ধোঁয়ার ঘন কালো মেঘ দেখতে পেয়েছেন।
আরও পড়ুন: পুতিনের ধমক খেয়ে হৃদরোগে আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী, ইউক্রেনের দাবি
বসরাভি আরও জানান, এটি লিভিভ শহরে ঘটা দ্বিতীয় বড় হামলা এবং এটি শহরের কেন্দ্রের কাছাকাছি ঘটা সবচেয়ে বড় হামলার ঘটনা। এটি চলমান সংঘাত স্পষ্ট বৃদ্ধির নমুনা বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে শুক্রবার ইউক্রেন সীমান্তের মাত্র ৬০ মাইল দূরে, পোল্যান্ডে আশ্রয় নেয়া শরণার্থীদের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন ইউক্রেন সীমান্তের আরও কাছাকাছি যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বাইডেন। তবে নিরাপত্তা ইস্যু বিবেচনায় তাকে আর এগোতে দেয়া হয়নি।
জেডআই/
Leave a reply