ছবি: সংগৃহীত।
পোল্যান্ডের ওয়ারশতে ইউক্রেনীয় শরণার্থীদের সাথে দেখা করার পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে কী মনোভব তার, এমন প্রশ্ন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। জবাবে বাইডেন বলেছেন, ‘তিনি (পুতিন) একজন কসাই।’
মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, রাশিয়া তার আক্রমণের কৌশলে পরিবর্তন এনেছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। যেখানে মস্কো বলেছিল, ক্রেমলিনের মনোযোগ এখন বিচ্ছিন্ন পূর্ব দোনবাস অঞ্চলকে সম্পূর্ণরূপে ‘মুক্ত’ করার দিকে। শনিবার (২৬ মার্চ) এ খবর প্রকাশ করে আল জাজিরা।
প্রসঙ্গত, শুক্রবার ইউক্রেন সীমান্তের মাত্র ৬০ মাইল দূরে, পোল্যান্ডে আশ্রয় নেয়া শরণার্থীদের সাথে সাক্ষাৎ করেন বাইডেন। এ সময় পোল্যান্ডে নিয়োজিত মার্কিন ৮২ বিমান ডিভিশনের সদস্যদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ভূয়সী প্রশংসা করেন তাদের সাহসিকতার, সময় কাটান সেনাদের সাথে।
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনীয় শহরে পরপর তিনবার বিস্ফোরণ
এ সফরের মাধ্যমে বাইডেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমাদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন বলে ধারণা বিশ্লেষকদের।
জেডআই/
Leave a reply