ছবি: সংগৃহীত।
জলবায়ু পরিবর্তন নিয়ে একাধিক আলামত এরই মধ্যে দেখছে মানুষ। মেরুর বরফ গলা থেকে শুরু করে আবাহাওয়ার তারতম্যের বিষয়টিও বিশেষজ্ঞদের দৃষ্টিগোচর হয়নি। তবে জলবায়ু পরিবর্তনের আরও একটি প্রভাব সম্প্রতি সামনে এসেছে। সময়ের আগেই ডিম দেয়া শুরু করেছে পাখিরা। খবর রয়টার্সের।
মূলত, উত্তর আমেরিকায় এবার সময়ের আগেই এসেছে বসন্ত। আবহাওয়ার এমন হেরফের হওয়ার ঘটনার সাক্ষী এর আগেও হয়েছে দেশটি। তবে তাতে কখনও পাখিদের ডিম দেয়ার সময়ের এদিক-ওদিক হয় না, যা ঘটেছে এ বছর।
বিজ্ঞানীরা বলছেন, এবারে সময়ের চেয়ে ২৫ দিন আগেই এবার ডিম দিয়েছে পাখিরা। তাদের খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শিকাগোতে মোট ৭২টি পাখির প্রজননের বিষয়টি পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, ডিম পাড়ার নির্দিষ্ট সময়ের আগে এ বছর এরা ডিম পাড়তে শুরু করেছে।
এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, এই সব পাখি সাধারণত পোকামাকড় খেয়েই বেঁচে থাকে। আবহাওয়া ও জলবায়ুর বিবর্তনের ফলে তাদের সেই খাবারের ভাণ্ডার সীমিত হচ্ছে। হয়তো তা থেকেই কোনো সমস্যা ঘটেছে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা।
যদিও এ নিয়ে আরও বিষদ গবেষণার প্রয়োজন আছে বলে মত বিজ্ঞানীদের। তাই সহসাই কোনো চূড়ান্ত সীদ্ধান্ত দিতে চান না তারা।
এসজেড/
Leave a reply