লাউয়াছড়া বনের ভূমি দখল নিয়ে এবার প্রতিবাদ জানালেন ব্যারিস্টার সুমন

|

মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভূমি দখল নিয়ে কয়েকদিন আগেই একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টিভি। এবার সেই রিপোর্টের সূত্র ধরে বনের দখল নিয়ে প্রতিবাদ জানালেন আলোচিত ব্যারিস্টার সায়েদুল হক সুমনও।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে এ প্রতিবাদ জানান ব্যারিস্টার সুমন। লাইভে এসে স্থানীয় এমপি আব্দুস শহীদকে উদ্দেশ্য করে সুমন বলেন, একটি এলাকার এমপি-ই যদি এভাবে ভূমি দখল করে, তাহলে সাধারণ মানুষের যাওয়ার জায়গা কই?

ব্যারিস্টার সুমন অভিযোগ করেন বিএনপি সমর্থিত স্থানীয় মেয়র মহসিন মিয়ার চাচাতো ভাই সফেদ মিয়ার নামেও। ভূমি দখলকারী এই দুই পক্ষকে উদ্দেশ্য করে সুমন বলেন, রাজনীতেতে তারা দিনে আলাদা। কিন্তু ভূমি দখলের দিক দিয়ে তার দুজনই এক।

লাইভে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে সুমন বলেন, এরকম বন বাঁচাইতে চাইলে বন দখলকারী এসব ব্যক্তিদের নিয়ন্ত্রণ করতে হবে। তাদের নিয়ন্ত্রণ করা না গেলে বন রক্ষা করা যাবে না।

এমপি আব্দুস শহীদের উদ্দেশে সুমন বলেন, যমুনার সংবাদ মিথ্যা হলে আপনি তার প্রতিবাদ করেন। আর যদি সত্য হয় তাহলে আপনাকে বলবো, ‘ভালো হয়ে যান।’

প্রসঙ্গত, কয়েকদিন আগে লাউয়াছড়া বনের ভূমি দখল নিয়ে একটি রিপোর্ট করেন যমুনা টেলিভিশনের সাংবাদিক শাকিল হাসান। রিপোর্টে উল্লেখ করা হয়, বন সংলগ্ন প্রায় ১০ একর জমি জুড়ে চা বাগান রয়েছে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদের। আব্দুস শহীদের দাবি তিনি এসব জায়গা নাজমুর রহমান শাহীন নামে একজনের কাছ থেকে কিনেছেন। তবে কাগজপত্র ঘেটে দেখা যায় তিনি কিনেছেন মোট চার একক জমি। অর্থাৎ তিনি চার একরের বাইরে কোনো জমি কেনেননি; দখল করেছেন বনের জমি।

বনের পাশে কৌশলে বাগান করে জমি দখল করেছেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়ার চাচাতো ভাই সফেদ মিয়াও। বাগানে গিয়ে সফেদ মিয়াকে পাওয়া না গেলেও তার ছেলে স্বীকার করে নেন দখলের কথা।

পড়ুন: এমপি আব্দুস শহীদের চা বাগান গিলে খাচ্ছে লাউয়াছড়ার সংরক্ষিত বন; অন্য দখলদাররাও বেপরোয়া

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply