বরিশালে নিজ পিস্তলের মিস ফায়ারে অসুস্থ পুলিশের এএসআই

|

নিজ পিস্তলের মিস ফায়ারে অসুস্থ হয়ে পড়েছেন বরিশাল কোতয়ালী মডেল থানার এক এএসআই। তাৎক্ষণিক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে বরিশাল কোতয়ালী থানায় এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, এএসআই সেলিম রেজা সারাদিন মাঠে দায়িত্ব পালন শেষ রাত ৮টার দিকে থানায় ফিরেন। নিজ দায়িত্ব অন্য পুলিশ সদস্যকে বুঝিয়ে দিয়ে কোতয়ালী থানা ভবনের দ্বিতীয় তলায় উঠতে গিয়ে সিড়িতে পড়ে যান তিনি। এ সময় তার সাথে থাকা সরকারি পিস্তল থেকে মিস ফায়ার হয়। গুলির শব্দে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন এএসআই সেলিম। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। ভুগছেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে। গুলির শব্দে আতঙ্কে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply