‘মনে রাখতে হবে আফগানিস্তানের দুর্দশাগ্রস্ত মানুষের কথাও’

|

রুশ-ইউক্রেন ডামাডোলের মাঝে আফগানিস্তানকেও সমান গুরুত্বের সাথে দেখতে হবে, এমন আহ্বান জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের। আফগান বাসিন্দাদের করুণ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববাসীকে এগিয়ে আসার তাগিদ দিয়েছে সংস্থাটি। অন্যথায় মানবিক সংকটে থাকা দেশটির পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা তাদের।

ক্ষুধা তৃষ্ণা আর রোগশোক বর্তমানে আফগানিস্তানের নিত্যদিনের চিত্র। এমন করুণ দশা সত্ত্বেও বিশ্ববাসীর কাছে আফগানিরা যেন খানিকটা উপেক্ষিত। রুশ-ইউক্রেন উত্তেজনা শুরুর পর থেকে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে সেখানকার শরণার্থীরা। তাদেরকে সাহায্য করতে এগিয়েও এসেছে শক্তিধর দেশগুলো। চলমান ডামাডোলে আফগানিস্তানের পরিস্থিতি ভুলে না যাওয়ার আহ্বান জানাচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলছেন, গোটা বিশ্বের নজর এখন ইউক্রেন সংকটের দিকে। কিন্তু আফগানিস্তানের মানুষের দুর্দশার কথাও ভুলে যাওয়া উচিত হবে না। তার মানে এই না যে, ইউক্রেন সংকটকে আমি ছোট করে দেখছি। শুধু বলতে চাচ্ছি আরও অনেক সমস্যা আছে যেগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আফগানিস্তানেরও সমান গুরুত্ব পাওয়া উচিত।

এমন পরিস্থিতিতে আফনিস্তানের মানবিক সংকট সমাধানে গোটা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের হাইকমিশনার আরও বলেন, আফগানিস্তানের মানুষের প্রধান সমস্যাগুলো সমাধানে এখনই গুরুত্ব দিতে হবে। না হলে পরিস্থিতি আরও অবনতি হবে। মানবিক সংকট নিরসনের বিষয়ে শুরু থেকেই জাতিসংঘ জোর দিয়ে আসছে। এখন বিশ্ববাসীকেও এগিয়ে আসতে হবে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানে চরম খাদ্যাভাবে রয়েছে দেশটির কমপক্ষে ২ কোটির বেশি মানুষ। আর পর্যাপ্ত খাবার পাচ্ছে না দেশটির ৯৫ শতাংশ বাসিন্দা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply