মোটা চালের দাম কমলেও বাড়ছে সরু চালের দাম

|

দফায় দফায় বাড়ছে সরু চালের দাম। সরবরাহ থাকলেও প্রতি সপ্তাহেই কেজিতে বাড়ছে ২ থেকে ৩ টাকা। দাম বৃদ্ধির জন্য ধানের সংকটকেই বড় করে দেখছেন জয়পুরহাটের ব্যবসায়ীরা। তবে আশার কথা হলো, মোটা চালের দাম কমেছে কেজিতে ২ টাকা।

সাধারণত ধানের সরবরাহ যেমন থাকে, তেমনি বাজারে থাকে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি। বিভিন্ন এলাকা থেকে জয়পুরহাটে আসে ট্রাকের পর ট্রাক ধান। সব মিলিয়ে জয়পুরহাটের পুরানপৈল আড়তে সবার ব্যস্ততা থাকে চোখে পড়ার মতো। তবে এখনকার চিত্র একেবারেই ভিন্ন। বাজারের সুনসান নিরবতা। ব্যবসায়ীরা বলছেন, কৃষকের ঘরে ধান না থাকায় বাজার ফাঁকা। আর কৃষক বলছে, যেটুকু ধান পেয়েছিল তারা মৌসুমের শুরুতেই তা বেচতে হয়েছে।

এদিকে মিলাররা বলছেন, বাজারে যে ধান পাওয়া যাচ্ছে তার দাম বেশি হওয়ায় চালের উৎপাদন খরচও বাড়ছে। তাদের দাবি, ধান এখন মিলারদের ঘরে নেই সংগ্রহ করছে মুনাফাখোর ব্যবসায়ীরা।

আর জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানালেন, এবছর কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে পারেনি তারা।

বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। সরু চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকা কেজি দরে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply