বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল

|

শেরপুরের নালিতাবাড়িতে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে এক যুবককে নির্যাতন চালানো হয়েছে। মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানোর সেই দৃশ্য এরই মধ্যে ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, দক্ষিণ তন্তর গ্রামে আলিমুদ্দিনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তারই ভাতিজা নুর ইসলামের। এরই জেরে গতকাল নুর ইসলামকে নির্যাতন চালানো হয়। পেছনে হাত বেঁধে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয় নুর ইসলামকে। এলাকায় কথা বলে জানা যায়, আলিমুদ্দিন প্রভাবশালী হওয়ায় স্থানীয়রাও কেউ তাকে উদ্ধার বা অন্য কোনোভাবে সাহায্য করার সাহস পায়নি। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় একজন জনপ্রতিনিধি পুলিশে ফোন করলে তারা গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার এখনও আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানিয়েছে তারা।

পরিবার বলছে, প্রভাবশালী আলিমুদ্দিন এর আগেও নুরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ঘটনাটি নিয়ে পুরো শেরপুর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশও ব্যাপারটিকে গুরুত্বের সাথে নিয়েছে। নালিতাবাড়ি থানার ওসি আহম্মেদ বাদল জানান, ঘটনাটি মূলত জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘটানো হয়েছে। এ ঘটনায় রাতেই আলিমুদ্দিন, তার স্ত্রী এবং ছেলেকে আসামি করে মামলা করে ভুক্তভোগী। তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply