ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা। লুক শ ও হ্যারি কেইনের গোলে জয় পায় থ্রি লায়ন্সরা।
ওয়েম্বলিতে স্বাগতিক দর্শকদের হতাশ করে ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ফরোয়ার্ড এমবোলোর গোলে ১-০ ব্যবধানের লিড নেয় সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ইংল্যান্ডকে সমতায় ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডের লেফট ব্যাক লুক শ। দ্বিতীয়ার্ধে দুই দল বেশ কয়েকটি আক্রমণ রচনা করলেও তা থেকে আদায় হয়নি গোল।
তবে খেলার ৭৮ মিনিটে অধিনায়ক হ্যারি কেইনের সফল স্পট কিকে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এই গোলের মাধ্যমে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের তালিকায় জায়গা পেয়েছেন ২৮ বছরের এই স্পার্স ফরোয়ার্ড। খেলার বাকি সময়ে স্কোর লাইনের আর পরিবর্তন না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এম ই/
Leave a reply