ছবি: সংগৃহীত।
১৯৯৬ সাল আর বর্তমান যুগ এক নয়। বর্তমানে আফগান নারীরা জানে ‘ক্ষমতায়ন’ কী, তাই মেয়েদের শিক্ষার উপর তালেবানের নিষেধাজ্ঞা চিরকাল স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।
শনিবার (২৬ মার্চ) কাতারের দোহা ফোরামে দেয়া বক্তব্যে মালালা বলেন, ১৯৯৬ সালে তালেবানদের জন্য মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করা অনেক সহজ ছিল। কিন্তু বর্তমানে এগুলা সম্ভব নয়। কারণ, বর্তমানে নারীরা জানে শিক্ষিত হওয়া কী, ক্ষমতায়িত হওয়ার মানে তারা বোঝে। মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা বহাল রাখা তালেবানদের জন্য অনেক কঠিন হবে। এই নিষেধাজ্ঞা চিরকাল থাকবে না। খবর আল জাজিরার।
মালালা আরও বলেন, তালেবানের আশ্বাসে কিছুটা আশাবাদী হয়েছিলাম। কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের নীতিতে কোনো পরিবর্তন আনলো না। স্কুলের দরজা থেকে কাঁদতে কাঁদতে ফিরতে হলো শিক্ষার্থীদের। এতকিছুর পরও বলবো, আমি শান্তি আলোচনায় বিশ্বাসী। আর তালেবানদের উদ্দেশে বলতে চাই, পবিত্র কোরাআনেও উল্লেখ আছে, শিক্ষা অন্বেষণ প্রত্যেক মুসলিমের কর্তব্য।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে নারীশিক্ষার ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল তালেবান। পরবর্তীতে ২০০১ সালে দেশটিতে মার্কিন অভিযানের পর কাটে এই অবস্থা।
জেডআই/
Leave a reply