রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ: অবস্থা বিপজ্জনক, বলছেন চিকিৎসকরা

|

রাজধানীতে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে; অবস্থা বিপদজ্জনক বলছেন চিকিৎসকরা। রোববার (২৭ মার্চ) ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার হাসপাতালটিতে এ সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ২৪৫ জন রোগী।

আইসিডিডিআর,বির সিনিয়র ফিজিশিয়ান ডা. এস রফিকুল ইসলাম জানান, আইসিডিডিআর,বিতে ভর্তি রোগীর প্রায় ৪০ শতাংশের তীব্র ডায়রিয়া ও কলেরা। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই রোগী আসছেন। প্রাপ্ত বয়স্করা কলেরা ও ই-কোলাই ব্যাকটেরিয়া এবং শিশুরা রোটা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন।

অন্যান্য বছরের তুলনায় এবার হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় আক্রান্ত বাড়ছে বলে জানান চিকিৎসকরা। ২ সপ্তাহ ধরে হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা হাজারের অধিক। মূলত বিশুদ্ধ পানি পান না করা, স্বাস্থ্য সম্মত খাবার না খাওয়ায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানান। এজন্য বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply