‘দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে এটি হয়তো ছিল শেষ ম্যাচ’

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পরই ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দেয়ার পর এবার একই ইঙ্গিত দিয়েছেন দেশটির আরেক তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর তারকা রাইট উইঙ্গার ডি মারিয়া ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, আর্জেন্টিনার জার্সিতে এটিই হয়তো ছিল দেশের মাটিতে আমার শেষ ম্যাচ।

ইনস্টাগ্রামে আবেগময় পোস্টে ডি মারিয়া বলেন, যে বিশাল ভালোবাসা আমি পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এই রাতে লা বোম্বোনেরায় যে চমৎকার অভিজ্ঞতা হলো, তার স্বপ্নই কেবল দেখতে পারতাম। এই জার্সিতে আর্জেন্টিনার মাটিতে এটিই হয়তো আমার শেষ ম্যাচ। ধন্যবাদ, ধন্যবাদ। সবাইকে হাজারবার ধন্যবাদ জানাই। দুর্দান্ত এই জয়ের জন্য পুরো দলকেই অভিনন্দন জানাই। আমরা একসাথে বেড়ে উঠছি, একসাথে স্বপ্ন দেখছি।

ছবি: সংগৃহীত

২০০৮ সালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় ডি মারিয়ার। দেশের হয়ে এখন পর্যন্ত ১২১ ম্যাচ খেলে গোল করেছেন তিনি ২৪টি। বিশ্বকাপে এখন পর্যন্ত জালের দেখা পেয়েছেন মাত্র দুবার। এর আগে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মঞ্চ কোপা আমেরিকা জয়ে ডি মারিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই উইঙ্গারের দুর্দান্ত চিপেই ব্রাজিলকে দর্শক বানিয়ে কোপা আমেরিকার শিরোপা নিয়ে উল্লাস করে আর্জেন্টিনা।

আরও পড়ুন: আমি জানি না, দেশের মাটিতে শেষ ম্যাচ খেলা প্রসঙ্গে মেসি

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply