‘ইউক্রেনে জিতলে আরও দেশকে আক্রমণ করবে রাশিয়া’

|

ছবি: সংগৃহীত।

যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ী হয় তবে এটি আরও দেশকে আক্রমণ করবে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পাওয়েল জাবলোস্কি। রোববার (২৭ মার্চ) এমন খবর প্রকাশ করে আল জাজিরা।

দোহা ফোরামে বক্তৃতাকালে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার আগ্রাসন ন্যাটো মিত্রসহ পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য হুমকিস্বরূপ।

মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা হ্রাস করার জন্য জাবলোস্কি ন্যাটোকে পূর্ব দিকে আরও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি ইউক্রেনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, রাশিয়াকে ইউক্রেনের নাগরিকদের হত্যা করা থেকে বিরত রাখতে আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু করা উচিত।

আরও পড়ুন: ইউক্রেনকে সাহায্য করতে আরও সাহস দরকার পশ্চিমাদের: জেলেনস্কি

ইউক্রেনে রুশ হামলার বিরোধিতা শুরু থেকেই করে আসছে পোল্যান্ড। ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরণার্থীরা বেশিরভাগই আশ্রয় নিয়েছেন ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডে। যুদ্ধের জেরে রাশিয়ার সাথে ফুটবল খেলতেও অস্বীকৃতি জানায় দেশটি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply