যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ইস্তাম্বুলে পৌঁছান তারা।
এ নিয়ে তুরস্কে দ্বিতীয় দফা বসছে দুই দেশের প্রতিনিধিরা। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে এই বৈঠক। ইউক্রেনের প্রত্যাশা, যুদ্ধ বন্ধে কার্যকর সিদ্ধান্ত আসবে এই আলোচনা থেকে।
এর আগে আঙ্কারার মধ্যস্ততায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হলেও আসেনি কোনো সমাধান। এছাড়া বেলারুশ সীমান্তে তিন দফা বৈঠক এবং অনলাইনে আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। তবে তুরস্ক বলছে, দুই দেশের প্রতিনিধিদের সাথেই পৃথকভাবে আলোচনা হয়েছে প্রেসিডেন্ট এরদোগানের। সমাধানের আলোচনায় বেশ ইতিবাচক রুশ ও ইউক্রেনের প্রেসিডেন্ট। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আলোচনা ছাড়া যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিকের কোনো সম্ভবনা নেই।
/এডব্লিউ
Leave a reply