ভারতে ৮ দিনে ৭ বার বাড়লো জ্বালানি তেলের দাম

|

ছবি: সংগৃহীত

ভারতে আবারও জ্বালানি তেলের দাম বাড়লো। এ নিয়ে গত ৮ দিনে ৭ বারের মতো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে দেশটিতে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে ১০০ রুপি ছাড়িয়েছে এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭০ পয়সা বেড়েছে। দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ রুপি ২১ পয়সায় যা পূর্বে ছিল ৯৯ রুপি ৪১ পয়সা। প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯১ রুপি ৪৭ পয়সা যা পূর্বে ছিল ৯০ রুপি ৭৭ পয়সা।

মুম্বাইতে প্রতি লিটার পেট্রোল খুচরা বাজারে বিক্রি হবে ১১৫ রুপি ৪ পয়সা এবং ডিজেল বিক্রি হবে প্রতি লিটারে ৯৯ রুপি ২৫ পয়সা। মেট্রো শহরগুলোর মধ্যে, মুম্বাইয়ে এখন জ্বালানির তেলের দাম সবচেয়ে বেশি। মূল্য সংযোজন কর (ভ্যাট) এর কারণে বিভিন্ন রাজ্যে দাম পরিবর্তিত হয়।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটার ১০৯ রুপি ৬৮ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৭০ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৯৪ টাকা ৬২ পয়সা। গত এক সপ্তাহে এই নিয়ে তেলের দাম বেড়েছে লিটারে ৪ টাকা ৮০ পয়সা।

বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বাড়লেও ৪ মাসেরও বেশি সময় ধরে জ্বালানির দাম স্থিতিশীল ছিল ভারতে। গত ২২ মার্চ থেকে দাম বাড়তে থাকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply