মেক্সিকোতে শপিংমলের ওপর আছড়ে পড়লো বিমান, নিহত ৩

|

শপিংমলের ওপর আছড়ে পড়লো ছোট বিমান। মেক্সিকোর মোরেলস প্রদেশে হয় এ ঘটনা। সোমবারের (২৮ মার্চ) ওই দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ও ৫ জন গুরুতর আহত হয়।

কর্তৃপক্ষ জানায়, চার আরোহী নিয়ে গুয়েরেরো প্রদেশ থেকে রওয়ানা হয় বিমানটি। রাজধানী থেকে ৫৯ কিলোমিটার দক্ষিণে তেমিক্সকো শহরে বিধ্বস্ত হয় বিমানটি। চার আরোহীর তিনজনেরই মৃত্যু হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অপরজন। আহত হন শপিং মলে থাকা আরও ৪ জন।

এ ঘটনায় ফুয়েল ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশেষ সতর্ক সাবধানতা অবলম্বন করতে হয় উদ্ধারকর্মীদের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply