ইসরায়েলে বন্দুকধারীর হামলা, নিহত ৫

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলে অজ্ঞাত বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালো পাঁচ ইহুদি। এই ঘটনাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। খবর বিবিসির।

নিরাপত্তা বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার রাতে কট্টর-অর্থোডক্স এলাকা হিসেবে পরিচিত ‘বিনেই ব্রাক’ লোকালয়ে চালানো হয় এ হামলা। যা তেল আবিবের খুব কাছেই অবস্থিত। আচমকা স্থানীয় বাজারে এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করে হামলাকারী। ঘটনাস্থলে পাঁচজন প্রাণ হারায়; আরেকজনের অবস্থা সংকটাপন্ন। এক পর্যায়ে নিরাপত্তা সদস্যদের পাল্টা অভিযানে বন্দুকধারীও প্রাণ হারায়।

গেল কয়েকদিনে গোলাগুলিতে মারা গেছেন দুই ইসরায়েলি পুলিশ সদস্য। এর আগে, ছুরিকাঘাতে আরও ৪ ইহুদির মৃত্যু হয় বিরশেবায়। সবগুলো হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন- আইএস।

নাফতালি বেনেট বলেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইসরায়েল। কয়েক বছর পরপরই আমরা সন্ত্রাসবাদের শিকার হচ্ছি। যারা পৃথিবী থেকে ইহুদিবাদের নাম মুছে দিতে চায়, হঠাৎই তারা মরিয়া হয়ে উঠেছে। আমরাও তাদের শান্তিতে থাকতে দিবো না। নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে প্রস্তুত। বরাবরের মতো জয় আমাদেরই হবে।
আরও পড়ুন: যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না: জেলেনস্কি
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply