টসের পর দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন বলেছেন, তিনি জিতলে আগে ব্যাটিং করতেন। তাহলে কেন ফিল্ডিং করেছে বাংলাদেশ? টস জিতে অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাবের কারণে ১ম টেস্টে বোলিং নিয়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষে এমন কথা জানিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো। একই সাথে সাকিবের অনুপস্থিতি প্রভাব ফেলেছে দলে বলেও মনে করেন তিনি। তার জায়গায় একজন বোলারের থেকে একজন ব্যাটসম্যান বেশি খেলানোকেই নিরাপদ মনে করেছেন ডোমিঙ্গো।
ডারবানের পিচ এখন অনেক মন্থর। পেসারদের থেকে স্পিনারদের দাপটটাই সেখানে বেশি। স্বাগতিকরাই দুজন স্পেশালিষ্ট স্পিনার নিয়ে নেমেছে ম্যাচে। বিপরীতে এমন কন্ডিশন জানার পরও শুধুমাত্র মেহেদী মিরাজেই ভরসা রেখেছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট।
প্রথম দিন সাদামাটা ভাবে পার করে কোচ রাসেল ডোমিঙ্গো জানান নিরাপদভাবেই তারা খেলতে চান টেস্টটি। সাকিব আল হাসান না থাকায় তার বিকল্প অলরাউন্ডারের অভাবে ভুগছে টাইগাররা। তাই তো একজন বোলারের চাইতে একজন ব্যাটার বেশি খেলানোটাই সুবিধার মনে হয়েছে তার।
কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, বাংলাদেশ এখনও সাকিব আল হাসানের বিকল্প কাউকে পায়নি। সাকিব খেললে আমি দুই দিক থেকেই সার্ভিস পাই। কিন্তু তার না থাকায় আমাকে দুই জন বাড়তি ক্রিকেটারকে বেছে নিতে হয়। ৫ বোলার থাকলে ভাল হতো। কিন্তু এখানে ব্যাটসম্যান বাড়তি রাখাটাই আমার কাছে নিরাপদ মনে হয়েছে।
বোলার কম নিয়ে তাহলে আগে কেনো ব্যাটিং নিলো না বাংলাদেশ। এখানেও আরেক সিনিয়রের অভাবের কথা জানালেন ডোমিঙ্গো। অসুস্থতার কারণে তামিম দলে না থাকায় নতুনদের উপর ভরসা রাখতে পারছিলেন না, তাই ফিল্ডিংটাই বেছে নেয়া বাংলাদেশের।
/এসএইচ
সটঃ রাসেল ডোমিঙ্গো, কোচ, বাংলাদেশ
((এই পিচে সকালে কিছুটা সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্য সেটা আমাদের মূল ভাবনায় ছিলো না। মূলত তামিম না থাকায় আমরা আগে ব্যাট করার সাহস করতে পারিনি। মাহমুদুল-সাদমান-শান্তরা এখানে আগে কখনও খেলেনি। সাথে আকাশও মেঘলা ছিলো। তাই টিম ম্যানেজমেন্ট ব্যাটিং নেয়ার সাহস পায়নি।))
অনেক সিনিয়র ক্রিকেটারদের ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার কৌশলটা এবার দক্ষিণ আফ্রিকায় প্রয়োগ করতে চাইছেন টাইগার কোচ। তবে প্রথম দিনটি অনেকটাই নিজেদের করে নিয়েছেন স্বাগতিকরা।
Leave a reply