মেহেরপুর প্রতিনিধি:
মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেহেরপুর মুজিবনগর উপজেলার “মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ” নামের ফেসবুক পেজে এমন লেখা দিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে মাদক সেবন করতে দেখা যায় মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দফতরি আবুল কালামকে।
৪ মিনিট ১৬ সেকেন্ডের ঐ ভিডিওটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটির স্টেটাসে লেখা হয়েছে, স্যার আপনার নাম করে টাকা নিয়েছি মৃদুল ভাইয়ের নাম করে টাকা নিয়েছি, চাকরির নাম করে নিয়েছি, স্যার এই সব টাকা অনলাইন জুয়াই লাগাইছি, স্যার আমি মাদক সেবন করি, আমি হিরোইন খাই, আপা আমি আপনার কাছে মিথ্যে বলেছিলাম। মানুষের সাথে টাকা নিয়েছিলাম চাকুরির নাম করে। এছাড়া আমার কিছুই করার ছিল না। আপা স্যার এবার কার মতন আপনি আমাকে বাঁচান। মানুষেরা বাড়িতে তালা ঝুলাইছে। যারা পাওনাদার তারা সবাই আসছে।
ভিডিওটিতে মাদক সেবনকারীকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে চিহ্নিত করেছেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের মেম্বর আরিফ শাহ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলার সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে দলের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। সেটি দু-এক দিনের মধ্যেই জানানো হবে।
এসজেড/
Leave a reply