ফুলছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসা ছাত্র নিহত

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকুর রহমান (১২) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-বালাসী সড়কের হোসেনপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আতিকুর স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত ছিল।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আতিকুর দোকান থেকে সদাই কিনে বাইসাইকেল চালিয়ে হোসেনপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বালাসী সড়কের হোসেনপুর চৌরাস্তার সামনে আসলে পিছনের দিক থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আতিকুরের।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার এসআই মো. মমিনুর হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়ছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply