রাজধানীতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ আলোচিত জোড়া হত্যা মামলায় আরফান উল্লাহ দামাল নামে আরও একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (৩০ মার্চ) রাতে শ্যুটার আকাশের দেয়া তথ্যে আরফান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। দামাল টিপু হত্যার পরিকল্পনাকারীদের একজন। ডিবির মতিঝিল বিভাগের ডিসি রিফাত রহমান শামীম জানান, দামালের কাছ থেকে একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।
এছাড়া মোল্লা শামীম ও ফারুক খান নামে আরও দুজনের তথ্য পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের ৩ দিন আগে এই মিশনের জন্য কমলাপুরের ইনল্যান্ড ডিপো এলাকা থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করেন আকাশসহ আরও ২ জন।
ঘটনার দিন গুলি ছুড়ে টিপুকে হত্যা করার পর সেই অস্ত্র জমা দিয়েই ঘটনাস্থল থেকে পালান তিনি। রাজধানীর শাহজাহানপুরের আমতলা জামে মসজিদের কাছে গত ২৪ মার্চ দিবাগত রাত সোয়া ১০টার দিকে টিপুকে গুলি করে হত্যা করা হয়।
তিনি নিজের মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন। গাড়িটি যানজটে পড়ার পর একটি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরা এক যুবক টিপুকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় এলোপাতাড়ি গুলিতে কলেজছাত্রী প্রীতিও নিহত হন। টিপু হত্যা মামলায় শ্যুটার মাসুম মোহাম্মদ আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
/এডব্লিউ
Leave a reply