অবসর ভেঙে আবারও মাঠে ফিরছেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে নয়, অপেশাদার টুর্নামেন্টে আবারও মাঠ মাতাতে চান তিনি। একটি ক্লাব তার সাথে এর মধ্যে যোগাযোগও করেছে বলে জানান গত বছরের ডিসেম্বরে ফুটবলকে বিদায় জানানো এই ম্যানসিটি লেজেন্ড।
ফ্রি ট্রান্সফারে গত গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। এরপর ২০২১ সালের অক্টোবরে আলাভাসের সাথে লা লিগার একটি ম্যাচে বুকে ব্যথা এবং শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় তাকে মাঠ ত্যাগ করতে হয়। এরপর জানা যায়, অ্যারিথমিয়ার আক্রান্ত সার্জিও আগুয়েরো। মাস তিনেক পর পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে আগুয়েরো ইঙ্গিত দিয়েছেন আবার ফুটবলে ফেরার। একটি ক্লাব তার সাথে যোগাযোগ করেছে বলেও জানান তিনি।
টিওয়াইসি স্পোর্টসের সাথে আলাপচারিতায় আগুয়েরো বলেন, ফুটবলে ফেরার কথা ভেবেছি গতকাল। ইন্টার মিয়ামি ফোন করেছিল। তবে আমি না বলে দিয়েছি। সামনের দুই বছরে কী হয় তা বলা যায় না। চিকিৎসকরা বলেছে, ৫-৬ মাস যেকোনো খেলাই আমার জন্য নিষেধ। কিন্তু আমি আবারও অনুশীলনে ফিরতে চাই।
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছালো বাংলাদেশ, ৫ বছর পর শীর্ষস্থানে ব্রাজিল
এম ই/
Leave a reply