দুই বছরের বেশি সময় পর করোনা বিধিনিষেধ প্রত্যাহার করলো পশ্চিমবঙ্গ সরকার। আজ থেকে কার্যকর হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণাটি।
রাজ্যটি থেকে একযোগে উঠে গেছে রাত্রিকালীন কারফিউসহ করোনার বেশিরভাগ বিধিনিষেধ। তবে জারি থাকবে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা। সরকারি-বেসরকারি দফতরগুলোতেও আগের মতোই মানতে হবে কড়াকড়ি।
করোনা মহামারির প্রকোপ উল্লেখযোগ্য হারে কমে আসায় পশ্চিমবঙ্গ সরকার বিধিনিষেধ শিথিলের এ সিদ্ধান্ত নিয়েছে। তবে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত রাজ্যটিতে করোনার মোট প্রাণহানি ২১ হাজারের ওপর। আর ২০ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয় ভাইরাসের উপস্থিতি।
/এডব্লিউ
Leave a reply