ইউক্রেনে আবারও অস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এবার প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদিত ৮০০ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এসব সরঞ্জাম পাঠানো হয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) পাঠানো এসব চালানের মধ্যে রয়েছে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন, অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল স্টিংগার এবং বুলেটপ্রুফ জ্যাকেট। এর পাশাপাশি বিভিন্ন চিকিৎসা সামগ্রীও পাঠানো হয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান ৮০০ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের পুরোটাই দুই সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে।
এই সামরিক সহায়তা প্যাকেজে এমআই সেভেন্টিন হেলিকপ্টার, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, সামরিক যানবাহন এবং রাডার সিস্টেম রয়েছে।
/এডব্লিউ
Leave a reply