রোজার বাজারে সবজি ও মাছ-মাংসের দরে আগুন

|

শুরু হচ্ছে রমজান মাস। রোজাকে কেন্দ্র করে অস্থির হয়েছে বাজার। সুযোগ বুঝে বাড়িয়ে দেয়া হয়েছে দাম। রোজায় প্রয়োজনীয় পণ্য মূল্য ক্রেতার নাগালে নেই। সবজি, ছোলা, বেসন, মাছ মাংসের দাম অসহনীয়। এখনও স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের সরবরাহ। ভোক্তাদের দাবি, তদারকি ব্যবস্থা আরও জোরদার করা দরকার।

রোজায় ইফতারের অন্যতম অনুসঙ্গ ছোলা। রোজা এলেই বাড়ে ছোলার চাহিদা। তাই ৬০ থেকে ৭০ টাকার ছোলা এখন ৯০ থেকে ১০০ টাকায় দাঁড়িয়েছে। বেড়েছে বেসনের দামও। ইফতারি তৈরি করতে প্রয়োজন তেল। এই তেলের বাজার স্বাভাবিক করতে নানামুখী উদ্যোগ নেয়া হয়, তবে এখনও বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই।

সবজির দামেও স্বস্তি নেই। বিশেষ করে বেগুন, লেবু, শসার দাম হঠাৎ করেই নিয়ন্ত্রীণহীন। কেজিতে ৫০ টাকা বেড়েছে বেগুনের দাম। লেবু এবং শসার দামেও আছে রোজার উত্তাপ। এমনিতেই মাছের সরবরাহ কম, অন্যদিকে রোজা। সব মিলিয়ে মাছ ভাত খেয়ে রোজা রাখাটা স্বল্প আয়ের মানুষদের জন্য কঠিন হবে।

মাংসের দামও বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে সাড়ে ৭৫০ টাকা কেজি পর্যন্ত। আর খাসির মাংসের কেজি ১০০০ টাকা।

রোজাকে কেন্দ্র দেশে দেশে পণ্যের দামে ছাড় দেয়া হয়। কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র, এখানে অযৌক্তিকভাবে বাড়িয়ে দেয়া হয় দাম। তাই মূল্য নির্ধারণে নজরদারি প্রয়োজন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply