ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

|

ইমরান খান। ছবি: সংগৃহীত।

চিরাচরিত অভ্যাস বদলে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি দেশটির খাইবারের পাখতুনখাওয়ায় এক জনসমাবেশে ভারতের প্রশংসা করেন তিনি। খবর হিন্দুস্থান টাইমস এর।

জনসমাবেশে ইমরান খান বলেছেন, আমি আমাদের প্রতিবেশী হিন্দুস্তানের বৈদেশিক নীতির প্রশংসা করতে চাই। ভারতের পররাষ্ট্রনীতি মুক্ত ও স্বাধীন এবং এর একমাত্র লক্ষ্য নিজের জনগণের উন্নতি করা।

ভারতের পাসপোর্ট নিয়েও কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, ভারতের পররাষ্ট্রনীতির কারণে সারা বিশ্ব দেশটির পার্সপোর্টকে সম্মান করে।

সাম্প্রতিক সময়ে ইমরান খান তৃতীয়বারের মতো ভারত প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেছেন। এর আগে ইমরান খান ভারতের উদাহরণ তুলে ধরে বলেছিলেন, ভারত রাশিয়ার থেকেও তেল কেনে আবার আমেরিকার সাথে কোয়াড এর সদস্য। এই স্বাধীন বিদেশ নীতির প্রশংসা করেন তিনি।

এদিকে, পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বহুল আলোচিত অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণ কাল রোববার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply