তারেকের নাগরিকত্ব নেই মনে করেন আইনমন্ত্রী-অ্যাটর্নি জেনারেল

|

পাসপোর্ট সারেন্ডারের অর্থ তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করেছেন, স্বেচ্ছায় বলেছেন তিনি আর নাগরিক থাকতে চান না। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও বলেন, ভবিষ্যতে যে তারেক রহমান নাগরিক হতে পারবেন না তা নয়, তাকে দেশে ফেরতও আনা যাবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের নির্দেশ আছে। সেটার ব্যত্যয় হলে আদালত অবমাননা হবে।

পাসপোর্টের সাথে নাগরিকত্বের সম্পর্ক আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিক হলে তার পাসপোর্ট না থাকলে নাগরিকত্ব থাকে না। এটা ট্রাভেল ডকুমেন্ট।

এদিকে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও আইনমন্ত্রীর কাছাকাছি কথা বলেন। গণমাধ্যমকে তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়ের জন্য পাসপোর্ট ফিরিয়ে দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর বাংলাদেশের নাগরিকত্ব নেই বলে মনে করি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply