শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার অভিযোগ

|

এবার কুষ্টিয়ার বিসিক শিল্পনগরী এলাকায় একটি কারখানায় এক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢোকানোর অভিযোগ উঠেছে। ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, রোগী এখনও শতভাগ শঙ্কামুক্ত নন।

সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বিসিক শিল্পনগরীতে নিজের কর্মস্থলে কাজ করছিলেন সুজন ইসলাম। এসময় সুজনের সহকর্মী রেজাউল পেছন থেকে হাওয়া মেশিন দিয়ে তার পাঁয়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুজন। তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সুজনকে।

সুজন বলেন, কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে। আমার সাথে কেন এমন কাজ করা হল বুঝতে পারিনি।

কুষ্টিয়া জেনারেল হাসাপতালের ১০ নং সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, সুজনের অবস্থা এখনও শতভাগ শঙ্কামুক্ত তা বলা যাচ্ছেনা।

ঘটনার পর থেকে অভিযুক্ত রেজাউল পলাতক রয়েছে। আজ বৃহস্পতিবার সে কাজে আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শ্রমিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply