স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীতে এক ঠিকারদারকে মারধরের অভিযোগ ওঠেছে এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ঠিকাদারের নাম কাইয়ুম মিয়া। তিনি প্রথম শ্রেণির একজন সরকারি ঠিকাদার।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ঠিকাদার নিজে বাদী হয়ে নরসিংদী মডেল থানায় এ নিয়ে একটি মামলা করেন। অভিযোগপত্র অনুসারে জানা যায়, গত ২৩ মার্চ ঠিকাদারী কাজের জন্য ত্রিশ লাখ ৪৯ হাজার টাকার ব্যাংক গ্যারান্টি অফিসে জমা দিয়ে টেন্ডার শিডিউলের সাথে পূর্বে দাখিলকৃত পে অর্ডার ফেরত চান ঠিকাদার কাইয়ুম। সেদিন নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান না থাকায় এ বিষয়ে পরদিন সকালে গিয়ে আসাদুজ্জামানের সাথে দেখা করতে বলেন দায়িত্বে থাকা সহকারী।
পরদিন গেলে ঠিকাদার কাইয়ুম মিয়ার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ার দিয়ে কাইয়ুম মিয়াকে আঘাত এবং কিল-ঘুষি ও গালিগালাজ করে নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান।
এদিকে, অভিযোগের বিষয়ে কোনো কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান।
এসজেড/
Leave a reply