মাদকসেবী দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

|

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, যশোর

মাদক সেবনের টাকা না দেয়ায় শ্যালককে হত্যার দায়ে মীর আবু বকর ফরিদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহতের নাম রিহান (৩)। সোমবার মাদক সেবনের টাকা না দেয়ায় ফরিদ রিহানকে অপহরণ করেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিহানের মৃত্যু হয়।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদ রিহানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফয়সাল। এছাড়া তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।

যশোরের সহকারী পুলিশ সুপার বেল্লাল হোসেন জানিয়েছেন, রিহানকে অপহরণ করে নির্যাতন করে ফরিদ। পরে রিহান অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/আরএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply