‘পররাষ্ট্র নীতিমালায় কোনো হস্তক্ষেপ করবে না পাকিস্তানের সর্বোচ্চ আদালত’

|

উমর আতা বান্দিয়াল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র বা পররাষ্ট্র নীতিমালায় কোনো হস্তক্ষেপ করবে না পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এমটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। খবর ডনের।

মঙ্গলবার ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব খারিজ এবং জাতীয় পরিষদ ভেঙে দেয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত নোটিশ ওপর শুনানিতে পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) আইনজীবী মাখদুম আলী খান যুক্তিতর্ক উপস্থাপন করেন। ওই সময় এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।

তিনি জানান, পার্লামেন্টের ডেপুটি স্পিকারের ‘অনাস্থা প্রস্তাব’ খারিজ করার এখতিয়ার রয়েছে কিনা, শুধু সেটাই যাচাই করবেন বিচারপতিরা।

ওমর আতা বন্দিয়াল বলেন, সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের যেই অজুহাতে ‘নো ট্রাস্ট’ ভোট খারিজ করে দেয়া হয়েছে; তাও বেশ বিতর্কিত। কারণ বিরোধী দল- PMLN বলছে, পার্লামেন্টের ওই কার্যক্রমের সাথে সংবিধানের এই নীতিমালা সাংঘর্ষিক। এ সময় পার্লামেন্টের কার্যবিবরণীর নথি তলব করেন আদালত। এরপরই বুধবার পর্যন্ত মুলতবি করা হয় শুনানি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply