জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে রাশিয়াকে দেখতে চায় না ইউক্রেন। মঙ্গলবার (৫ এপ্রিল) সংস্থাটিতে দেয়া ভার্চুয়াল ভাষণে এই দাবি তোলেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এ সময় ইরপিন-বুশা-মারিওপোল-দিমেরকা শহরগুলোয় চালানো রুশ হামলার একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও দেখান তিনি। বলেন, এটি পুরোপুরি যুদ্ধাপরাধ, যার দায় এড়িয়ে যেতে পারে না পুতিন প্রশাসন।
তিনি দাবি তোলেন- গণহত্যার অভিযোগে বিচারের আওতায় আনা হোক রুশ সেনাবাহিনী ও কর্মকর্তাদের। যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ যেনো আটকে দিতে না পারে সেজন্য নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা থেকে রাশিয়াকে সরাতে হবে। অভিযোগ করেন- ইউক্রেনকে দাসত্ব গ্রহণে বাধ্য করছে শক্তিধর প্রতিবেশী। যা রুখতে পারে আন্তর্জাতিক মহল।
ইউএইচ/
Leave a reply