তারেকের রাজনৈতিক শক্তি নিয়ে দুশ্চিন্তায় সরকার : খসরু

|

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী বলেই সরকার দুঃশ্চিন্তায় পড়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, রাজনৈতিক আশ্রয় সাময়িক ব্যাপার, এর সাথে পাসপোর্টের মেয়াদ বা নাগরিকত্বের কোন সম্পর্ক নেই।

জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নাগরিকত্ব কোন স্বল্পমেয়াদী বা মেয়াদের বিষয় নয় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে নিজেদের বিতর্কিত না করতে সরকারের প্রতি আহবান জানান আমীর খসরু। খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উল্লেখ করে তিনি বলেন, তার অসুস্থতা দেশকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আমীর খসরু। বলেন, তাঁর অসুস্থতা নিয়ে সরকার ষড়যন্ত্র করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply