মাকে ভালবেসে ফসলি জমিতে দুই প্রজাতির ধান দিয়ে ‘মা’ লেখা ফুটিয়ে তুলেছেন গাজীপুরের এক কৃষক। এ দৃশ্য দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে আসছে নানা বয়সী মানুষ। কৃষি অফিস বলছে, নিজ উদ্যোগেই এ কাজ করেছেন এনামুল।
এনামুল বললেন, সবাই তো মায়ের জন্য কতকিছু করে। আমি কৃষক, সারাদিন ধানক্ষেতে থাকি। তাই ধানক্ষেতেই মায়ের জন্য এই উপহার। যার জন্য এই আয়োজন, সেই রোজিনা বেগমও মুগ্ধ সন্তানের শিল্পকর্মে। রোজিনা জানালেন, ছেলে ধানক্ষেতে মায়েন নাম লেখায় খুব খুশি তিনি। আবেগাপ্লুত হয়ে বললেন, আমার ছেলে যেমন আমাকে ভালোবাসে, আমিও আমার ছেলেকে ভালোবাসি।
মা লেখা মাঠ দেখতে রোজ জেলার বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। তারাও বেশ উচ্ছ্বসিত এই শিল্পকর্ম দেখে।
১২ জাতের বীজ ও পরামর্শ দিয়ে এনামুলের পাশে ছিল উপজেলা কৃষি অফিস। শ্রীপুরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ জাহান খাঁন জানালেন, কৃষক এনামুলের ব্যক্তিগত উদ্যোগেই হয়েছে এই কাজটি। তবে কী ধরনের ধান লাগানো যেতে পারে এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন তারা।
২০ বিঘা জমি বর্গা নিয়ে প্রতি বছর চাষ করেন এনামুল। তার মধ্যে ১২ শতক জমিতে গড়েছেন এই চিত্র।
/এডব্লিউ
Leave a reply