বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ

|

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকলো রিয়াল।

এই টুর্নামেন্টের গত আসরে চেলসির কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবার স্ট্যামফোর্ড ব্রিজে প্রতিশোধটা ভালোই নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর তাতে শিরোপা ধরে রাখার অভিযানে বড় বিপদের মুখে পড়ে কোচ টমাস টুখেলের দল।

প্রথমার্ধের ২১ ও ২৩ মিনিটে বেনজেমার জোড়া গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। ৪০ মিনিটে চেলসির হয়ে এক গোল শোধ করেন কাই হ্যাভার্টজ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। পরে ম্যাচে ফিরতে বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোল পায়নি চেলসি।

এর আগে, শেষ ষোলোয় পিএসজির বিপক্ষেও হ্যাটট্রিকের দেখা পান বেনজেমা। এক মাসের মধ্যে টানা দ্বিতীয় হ্যাটট্রিক করে বেনজেমা জানালেন নিজের সামর্থ্যের কথা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply