চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে হারের স্বাদ পেলো বায়ার্ন

|

গতকাল বুধবারের আগ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে বায়ার্ন মিউনিখ ছিল অপরাজেয়। টুর্নামেন্টজুড়ে গোলের জয়রথ ছুঁটানো বায়ার্ন বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে গোলের দেখাই পাইনি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালের কাছে হেরেছে ১-০ গোলে।

এদিন চেনা অঙিনায় গ্যালারি ভর্তি দর্শকদের নিরাশ করেনি ভিয়ারিয়াল। খেলার অষ্টম মিনিটে ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোলের দেখা পায় ভিয়ারিয়াল। ডান দিকের বাইলাইনের কাছ থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো চেলসো পাস দেন বক্সের মাঝে। দানিয়েল পারেহোর শটে ছয় গজ বক্সে পা ছুঁয়ে শুধু বলের দিক পাল্টে দেন দানজুমা। তার গোলেই এগিয়ে যায় ভিয়ারিয়াল।

প্রথমার্ধে গোলের জন্য নেয়া পাঁচটি শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ভিয়ারিয়ালের ছয় শটের একটি লক্ষ্যে ছিল, সেটাতেই বাজিমাত করেছে তারা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল।

দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ড্র করলেই সেমিফাইনালে চলে যাবে ভিয়ারিয়াল। আর বিদায় নিতে হবে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply