যুক্তরাষ্ট্রের ২৩৩ বছরের ইতিহাসে সুপ্রিম কোর্টে প্রথম নিয়োগ পেলেন কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি। কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন নামের ওই বিচারপতির নিয়োগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সিনেটে ভোটাভুটি হয়। এতে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
ওই ভোটাভুটিতে ৪৭ ভোটের বিপরীতে ৫৩ ভোট পেয়ে জয়ী হন তিনি। তিন রিপাবলিকান তার নিয়োগের ঘোর বিরোধী ছিলেন। তবে চূড়ান্ত অনুমোদনের পর বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলাভিষিক্ত হলেন ৫১ বছরের জ্যাকসন। তিনি দীর্ঘদিন আপিল কোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন।
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে ডিগ্রিধারী জ্যাকসন ছিলেন সরকারি কৌসুলি। তিনি গুয়ানতানামো বে কারাগারে বন্দিদের হয়ে লড়েছেন। অনেকেই সমালোচনা করেন, তিনি অপরাধ মামলাগুলোর ক্ষেত্রে ততোটা দক্ষ বিচারপতি হিসেবে পরিচয় দেননি।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল নারী বিচারপতির নিয়োগ।
/এডব্লিউ
Leave a reply