জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ খোয়ালো রাশিয়া

|

ইউক্রেনে আগ্রাসন চালানোর দায়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ বাতিল করা হয়েছে রাশিয়ার।

বৃহস্পতিবারের (৭ এপ্রিল) এই ভোটাভুটিতে ৯৩টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে রায় দেয় ২৪ দেশ।

বাংলাদেশ, ভারতসহ ৫৮টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। প্রস্তাবে বলা হয় পরিকল্পিতভাবে ইউক্রেনের বেসামরিকদের ওপর আগ্রাসন চালাচ্ছে রুশ বাহিনী। তারই অংশ হিসেবে চালানো হচ্ছে হত্যা আর ধ্বংসযজ্ঞ। প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে লিবিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে বাদ দেয়া হয়।

এরই মধ্যে বাণিজ্যক্ষেত্রে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদাও হারালো রাশিয়া। বৃহস্পতিবার মার্কিন সিনেটের ভোটাভুটিতে ৪২৪/৪ ভোটের ব্যবধানে পাস হয় এমন প্রস্তাব। প্রস্তাবটি বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্র-ইইউ এবং জি-সেভেন থেকে সবচেয়ে সুবিধাভোগী দেশ হিসেবে রাশিয়া যেসব বাণিজ্যিক সুযোগ পেতো সেগুলো প্রত্যাহার করা হবে। তাছাড়া, রুশ এবং বেলারুশের পণ্যের ওপর আরোপিত হবে বাড়তি শুল্ক।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply