চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদ খননের সময় একটি জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাঁড়ের সন্ধান মিলেছে। স্থানীয়দের ধারণা, এগুলো ২০০ বছরেরও বেশি পুরনো। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে জাহাজের ধ্বংসাবশেষ ও হাঁড় দেখতে ভিড় জমায় কৌতুহলী লোকজন।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ সংলগ্ন ভৈরব নদ খননের সময় মাটির নিচে এগুলো দেখতে পান শ্রমিকরা। ব্রিটিশ আমলে ভৈরব নদ দিয়ে ভারতের কলকাতায় বাণিজ্যিক জাহাজের চলাচল করতো। সেই সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনায় জাহাজটি ডুবে যেতে পারে বলে ধারণা স্থানীয়দের।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, ভৈরব নদের মধ্যে পাওয়া এসব মালামাল নিয়ে তিনি প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলেছেন। আপাতত এগুলো ইউনিয়ন পরিষদে রাখার জন্য চেয়ারম্যানকে বলা হয়েছে বলে জানান তিনি।
এসজেড/
Leave a reply