‘ইউক্রেনকে এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে স্লোভাকিয়া’

|

প্রতিবেশী ইউক্রেনকে এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেম দেয়ার কথা নিশ্চিত করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার।


রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে স্লোভাকিয়া, বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার। খবর আলজাজিরার।

শুক্রবার (৮ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী।

এডুয়ার্ড হেগারের পোস্ট করা স্ট্যাটাস।

স্ট্যাটাসে হেগার বলেন, আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে ইউক্রেনের অনুরোধেই তাদেরকে এস-৩০০ দিয়েছে স্লোভাকিয়া। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে ন্যাটোভুক্ত কোনো দেশ ইউক্রেনকে অস্ত্র দিয়েছে তার মানে এই না যে ন্যাটো বা ন্যাটোর কোনো সদস্য রাশিয়ার সাথে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়েছে।

এর আগে, রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় পশ্চিমা বিশ্বের কাছে অস্ত্র সহযোগীতা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তার সাহায্যের আবেদনে সাড়ার অংশ হিসেবেই এই ‘ডোনেশন’ স্লোভাকিয়া ইউক্রেনকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, শুক্রবার ব্রাসেলসে ন্যাটোভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তারা ইউক্রেনে অস্ত্র সহযোগীতা পাঠাতে একমত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।


/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply